ডন ডেস্ক:-
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ০১ মে ২০২৩ তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর ঘাট নামক স্থানে অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন বিজিবি সদস্যগণ দেখতে পায় যে, কয়েকজন চোরাকারবারী কয়েকটি মোটর সাইকেলযোগে বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে কিছু মালামাল বহন করছে । তৎক্ষনাৎ বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে তারা মোটর সাইকেল ও মালামাল ফেলে দৌড়ে পালিয়ে
যায়। পরবর্তীতে বিজিবি টহলদল স্থানীয় জনগণের উপস্থিতিতে মালিকবিহীন অবস্থায় ২৩ টি প্লাস্টিক বস্তায় ৫৫ কেজি করে সর্বমোট ১২৬৫ কেজি একানি (মাছের খাবার) এবং ০৬ টি মোটর সাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত একানি (মাছের খাবার) এবং মোটর সাইকেলের আনুমানিক সিজার মূল্য- ১০,৯৯,৫০০ / - টাকা। এই বিষয়ে দৌলতপুর থানায় জিডি এন্টির কার্যক্রম চলমান রয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি