ডন ডেস্ক:-
দুনিয়াতে ভাই যে বড় বাধন আর যদি পরিবারে বড় ভাই থাকে সেখানেত বাবার সমমর্যাদা স্থান থাকে তার।অথচ সেই বড় ভাইকে জীবন দিতে হলো,ছোট ভাইয়ের আঘাতে বলছিলাম এমন দুঃখজনক ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন শান্তিডাঙ্গা এলাকায় ছোট ভাই শহিদুল ইসলামের শীলের আঘাতে বড় ভাই রাশিদুল ইসলাম (২৬) কে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (১ মে) সকাল ৮টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম।নিহতের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটোর বসান রাশিদুল। রোববার রাতে বড় ভাই মটোরটি চুরি করলে বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে ঘরের পাশে থাকা পাটার শীল দিয়ে বড় ভাইকে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে রাশিদুলের মৃত্যু হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা ইবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাস পাতালের মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বলেন, তুচ্ছ ঘটনার জেরে শান্তিডাঙ্গা এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহত রাশিদুলের ভাই শহিদুল পলাতক রয়েছে। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায় নাই। তবে দোষীর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ' রিপোর্ট লেখা অবস্থায় মামলার প্রস্তুতি চলছিলো।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি