প্রতিবেদক:-
কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বল্লভপুর বাজারে জমকালো আয়োজনে ইলেক্ট্রনিক্স পণ্যের অন্যতম দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের নতুন প্লাজার উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ মে) বিকেলে এ প্লাজার শুভ উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও দুই বাংলার জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, চীফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, চিফ ডিভিশনাল অফিসার, ডিভিশন ১০ কাজী আরিফ হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওবাইদুর রহমান তালুকদার, ওয়ালটনের কুষ্টিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার এম এস দ্বীন ইসলাম, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আজিজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওয়ালটন প্লাজার উদ্বোধনকালে চিত্রনায়ক আমিন খান বলেন, এই প্লাজায় ওয়ালটন ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, মোবাইল, সকল ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য পাওয়া যাবে। ওয়ালটন ব্যবহার করুন, দেশের টাকা দেশে রাখুন। বিশ্বের ৪০ টি দেশে বাংলাদেশের নিজস্ব পন্য ওয়ালটন রপ্তানি হচ্ছে। তিনি আরও বলেন, বিদেশ থেকে কত কষ্ট করে রেমিট্যান্স পাঠাচ্ছে আমাদের দেশের ছেলেরা। আর আমরা বিদেশি পন্য কিনে সেই টাকা বিদেশে পাঠাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? আমাদের দেশপ্রেম জাগাতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ। কারও দয়ায় পাওয়া নয়। তাই আসুন ৩০ লাখ শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশী পন্য ব্যবহার করি।