ডন ডেস্ক:-
কুষ্টিয়ার খোকসায় ভ্যানচালক নাসিরুল হোসেন হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে লাল চাঁদ ও ইতি খাতুন নামের দু'জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার তাদেরকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়। নিহত নাসিরুল হোসেন পৌরসভার জানিপুর এলাকার আব্দুল খালেক শাহ এর ছেলে। গত ২৬/০৬/২০২৩ তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় আলহাজ্ব সদর উদ্দিন খান এর ইট ভাটার পশ্চিমে বাধপাড়া গ্রাম সংলগ্ন গড়াই নদীর ঢালের পাড়ে চার্জার ভ্যানসহ নাসিরুল এর লাশ পাওয়া যায়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার লাল চাঁদ (২৩) একই উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামের ফিরোজ মোল্লার ছেলে। অপরদিকে ইতি খাতুন (১৬) একই ইউনিয়নের মালিগ্রাম এর মোসারফ হোসেন এর মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন সোমবার রাতে চার্জারভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ইতি খাতুন চালক নাসিরুলের ভ্যানে যাত্রী সেজে গলায় রশি প্যাঁচিয়ে ভ্যান চালক নাসিরুল হোসেন (২৭)-কে হত্যা করে আলহাজ্ব সদর উদ্দিন খান এর ইট ভাটার পশ্চিমে বাধপাড়া গ্রাম সংলগ্ন গড়াই নদীর ঢালের পাড়ে চার্জার ভ্যানসহ ফেলে রাখা হয়। নাসিরুল এর মৃত্যুকে অস্বাভাবিক মনে হলে তাকে হত্যা করা হয়েছে মর্মে মঙ্গলবার ২৭ জুন নাসিরুলের বাবা আব্দুল খালেক শাহ বাদি হয়ে অজ্ঞাত আসামি করে খোকসা থানায় একটি মামলা করেন। মামলা নং-১২। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে খোকসা থানা পুলিশ গত বৃহস্পতিবার ৬ জুলাই বিকেলে মামলা দায়েরের ১০ দিনের মধ্যে আত্মগোপন থাকা সন্দেহভাজন ইতি খাতুনকে গ্রেফতার করে। এছাড়া তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরেক সহযোগী লাল চাঁদকে গ্রেফতার করে পুলিশ। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মামলা দায়েরের কয়েকদিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। শুক্রবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি