ডন ডেস্ক:-
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া জয়নাবাদ মন্ডলপাড়া এলাকায় মাদক, সন্ত্রাস, ছিনতাইকারী, ভুমিদস্যু'সহ সকল অপরাধীদের বিরুদ্ধে রুখে দারাতে দল বল নির্বিশেষে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৪ জুলাই-২৩) শুক্রবার বিকেল ৫ টার সময় মন্ডলপাড়া স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চাপড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মন্ডল এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান এনামুল হক মনজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া কুমারখালীর বাঁধবাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই শামীম সরদার, চাপড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, কুমারখালী চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভা ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ছেঁউড়িয়া মন্ডল স্কুলের শিক্ষক জামাল, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র কোষাধক্ষ ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার কুষ্টিয়া জেলার নিজস্ব প্রতিবেদক ইসমাইল হোসেন, জাতীয় দৈনিক লাখোকন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক সামরুজ্জামান (সামুন), ছেঁউড়িয়া মন্ডলপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজল পারভেজ, বিশিষ্ট সমাজসেবক ববি, কবিরাজ আজম, মন্ডলপাড়া বায়তুল আমান জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আবুল বাশার'সহ স্থানীয় মান্যগন্য ব্যাক্তিরা। সমাবেশে প্রধান অতিথি চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মনজু তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গী এই তিনের মূলে রয়েছে মাদক। ছেঁউরিয়া এলাকায় জঙ্গী না থাকলেও সন্ত্রাসী কর্মকান্ডের মূলে রয়েছে মাদকাসক্তরা। দেশের উন্নয়নে যুব সমাজ অগ্রনী ভূমিকা পালন করে। আর সেই যুব সমাজ যদি মাদকাসক্ত হয় তাহলে দেশের উন্নয়ন মূখ থুবরে পরবে। মাদক নির্মূল করতে পারলে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদও নির্মূল হবে। তাই মাদক নির্মূলে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বক্তব্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে মন্ডলপাড়া এলাকায় বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা প্রয়োজন। সমাবেশে উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মন্ডলপাড়া এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাইকারী, ভুমিদস্যু'সহ সকল অপরাধীদের অপকর্মের বিরুদ্ধে সবাই মিলে একসাথে হয়ে তাদেরকে প্রতিহত করা হবে বলে সকলেই একমত পোষণ করেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি