ডন ডেস্ক:-
ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম (বার) পিপিএম, এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল মহসিন আল মুরাদ’র তত্ত্বাবধানে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম’র নেতৃত্বে মাদক বিরোধী পৃথক অভিযান থানা এলাকা জুড়ে পরিচালনা করা হয়। ভেড়ামারা থানার এসআই (নিঃ) গৌতম কুমার মন্ডল, এসআই(নিঃ) মোঃ হাফিজুল ইসলাম, এসআই (নিঃ) মো. মিন্টু মিয়া সংগীয় ফোর্সসহ গত ইং-০২/০৯/২০২৩ তারিখ রাত ১০.৩৫ ঘটিকায় কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) গৌতম কুমার মন্ডল সংগীয় অফিসার ও ফোর্সসহ ভেড়ামারা থানাধীন ফকিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শরিফুল ইসলাম (২৮), পিতা-মৃত সামসের, সাং-গোপিনাথপুর, থানা- ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)। পৃথক অভিযানে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মো. হাফিজুল ইসলাম, ভেড়ামারা থানাধীন চন্ডিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. সুমন আলী (৩৫), পিতা-মো. আতর আলী, সাং-চন্ডিপুর পশ্চিমপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৪, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
একই দিন অভিযানে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মো. মিন্টু মিয়া, ভেড়ামারা থানাধীন ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গোহাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শুকুরুজ্জামান (২৫), পিতা-মৃত রোকুজ্জামান, সাং-সাতবাড়িয়া গোহাটপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৫৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৫, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানিয়েছেন, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী উদ্ধারে বিশেষ অভিযান সহ চুরি এবং যেকোনো প্রকার অপরাধ দমনে ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।