নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়া কুমারখালী উপজেলার সকল সরকারী দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা সুকল্যাণ বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী,বীর মুক্তিযোদ্ধা এটি এম আবুল মনসুর মজনু, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ বিনয় কুমার সরকার, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সমাজকর্মী মমতাজ বেগম প্রমুখ। সেসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালী পৌর সভার প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর এস এম রফিকুল ইসলাম রফিক, কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক সহ অনেকে। বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে নানা বিষয়ে আলোচনা হয় এই মতবিনিময় সভায়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি