ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কুমারখালীতে ফার্মেসি ও মুদি দোকানের ক্যাশবাক্স থেকে ৫০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল জব্দ করা হয়েছে। এ সময় অসিম ভট্টাচার্য (৪৮) ও শহিদুল ইসলাম (৪৪) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে কুমারখালী হাসপাতাল সড়ক ও জেন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা হয়। অসিম ভট্টাচার্য পৌরসভার কুণ্ডুপাড়া এলাকার মৃত অমল ভট্টাচার্যের ছেলে ও মুদি দোকানি শহিদুল ইসলাম একই এলাকার মৃত আব্দুল গণি মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপ্রা ফার্মেসির ক্যাশবাক্স থেকে ২০০ পিস এবং শহিদুলের মুদি দোকানের ক্যাশবাক্স থেকে আরও ৩০০ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।