কুষ্টিয়া প্রেস ক্লাব নির্বাচন : ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক, দৈনিক প্রাইম কুষ্টিয়া জেলা প্রতিনিধি, মো. জাহিদুল হক ডন
Reporter Name
/ ১১৮
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম :
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন
কুষ্টিয়া প্রেস ক্লাব নির্বাচন : ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক, দৈনিক প্রাইম কুষ্টিয়া জেলা প্রতিনিধি,
মো. জাহিদুল হক ডন
ডন ডেস্ক :-
কুষ্টিয়া প্রেস ক্লাবের (কেপিসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন বাংলাদেশ বেতার ও নাগরিক টিভির প্রতিনিধি রাশেদুল ইসলাম বিপ্লব এবং সাধারণ সম্পাদক গাজী টিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি সোহেল রানা। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন Daily New Nation এর কুষ্টিয়া প্রতিনিধি আফরোজা আক্তার ডিউ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক প্রাইম এর কুষ্টিয়া প্রতিনিধি মো. জাহিদুল হক ডন। কুষ্টিয়া প্রেস ক্লাব চত্বরে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। আর রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক কর্তৃক নিযুক্ত জেলার সিনিয়র তথ্য অফিসার আমিনু ইসলাম এ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। আর প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা সরওয়ার। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মহুরী ও তানভীর হায়দার ছিলেন ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের সার্বক্ষণিক দায়িত্বে। নির্বাচনে ২৩টি পদে মোট ৪৫ জন প্রার্থী অংশ নেন। মোট ২২০ জন ভোটারের মধ্যে ২১২ জন তাদের ভোট প্রদান করেন।