ডন ডেস্ক:-
কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র নব নির্বাচিত কমিটিকে গতকাল সন্ধ্যায় কুমারখালীর নিজ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া ৪আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি। এসময় তিনি বলেন, প্রেসক্লাবে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে। সাংবাদিক জাতির বিবেক। সংবাদপত্র সমাজের দর্পন। প্রেসক্লাবে গণতন্ত্রের চর্চা দেখে অন্যান্য সামাজিক ও পেশাজীবী সংগঠন গণতন্ত্রে উৎসাহিত হবে। তিনি আরও বলেন, সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের জেলা কুষ্টিয়ার সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যবোধ অন্যান্য জেলার থেকে বেশি বলে আমি মনে করি। এই জেলার গণমাধ্যমকর্মীদের অনুকরণ করে অন্যান্য জেলার গণমাধ্যমকর্মীরা গণতন্ত্রে উদ্বুদ্ধ হবে এটিই স্বাভাবিক।এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি’র নব নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব (নাগরিক টিভি, বাংলাদেশ বেতার, দৈনিক বাংলা), সহ সভাপতি মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক খবরের কাগজ), শেখ হাসান বেলাল (আরটিভি), সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি, যায়যায়দিন), যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ (নিউনেশন), মাহমুদ হাসান (টাইমস অব বাংলাদেশ), আখতারুজ্জামান মৃধা পলাশ ( দৈনিক মুক্তখবর), সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার (আনন্দ টিভি), কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন (সময়ের আলো), দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ (দৈনিক নবচেতনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল (দৈনিক ঢাকা টাইমস), তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান জীবন (দৈনিক গণমুক্তি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন (দৈনিক প্রাইম), ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দীন আল আজাদ ( দৈনিক গণকণ্ঠ),ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা( দৈনিক একুশের সংবাদ),নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী ( এনটিভি), জাহিদুজ্জামান ( নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন), সোহাগ আহমেদ (দৈনিক আলোকিত সকাল), মিলন খন্দকার (মোহনা টেলিভিশন), কেএম শাহীন রেজা (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সেলিম রেজা রনি (চ্যানেল এস), ফয়সাল চৌধুরী ( এশিয়ান টিভি, দৈনিক আমাদের নতুন সময়)।এসময় আরও উপস্থিত ছিলেন চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজুসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র নির্বাচনে সর্বোচ্চ (২০৭) ভোট পেয়ে নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের নারী সাংবাদিক নেতা আফরোজা আক্তার ডিউ এবং প্রেসক্লাবে সর্বোচ্চ (১২৬) ভোট পেয়ে নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলীকে ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপি পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, এই জেলার নারী সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে যা যা করণীয় তা এই সরকারের সময় করা হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি