নিজস্ব প্রতিনিধি:-
এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশক্রমে, জনাব মো. মাহফুজুল হক চৌধুরী, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা, কুষ্টিয়ার সহযোগিতায় এসআই(নিঃ)/সুলতান মাহমুদ, জেলা গোয়েন্দা শাখা সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় এজাহার নামীয় আসামী ১। মোছা: ববি খাতুন (২৪), পিতা-মো. শফিকুল ইসলাম, স্বামী-মো. জনি হোসেন, সাং-বারখাদা ত্রিমোহনী, থানা ও জেলা-কুষ্টিয়াকে অদ্য ইং ০৫/১০/২৩খ্রিঃ তারিখ বেলা ১২.০৫ ঘটিকার নারী কনস্টেবল-এর সহায়তায় আসামীকে মিরপুর থানাধীন পোড়াদহ এলাকা থেকে গ্রেফতার করেন। উক্ত আসামীকে প্রয়োজনীয় পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, কুষ্টিয়া মডেল থানার মামলা নং-২০, তাং-০৭/০৯/২৩ ইং, ধারাঃ-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড মামলার এজাহার নামীয় অন্যান্য আসামীদের সহিত আসামী মোছাঃ ববি খাতুন একই উদ্দেশ্যে সাধনের জন্য ভিকটিম সবুজ মন্ডল(৩০) কে তারা পরিকল্পিত ভাবে হত্যা করে এ্যামবুলেন্স যোগে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ঘোড়ামারা ব্রীজ, সংলগ্ন ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির রাস্তার বিপরীতের পশ্চিম পাশের ঝোপের মধ্যে গভীর রাত্রে ফেলে রাখে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি