কুষ্টিয়া প্রতিনিধি:-
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে তিনদিনের লালন মেলা উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ির বাইরে লালন একাডেমীর মাঠে স্থায়ী মঞ্চে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় মেলার উদ্বোধন করেন তিনি। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগানে আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবসহ বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনা শেষে শুরু হয় লালন সংগীতানুষ্ঠান। এদিকে, লালনের তিরোধান দিবস উপলক্ষে তার আখড়াবাড়িতে শুরু হয়েছে সাধুসঙ্গ। আখড়াবাড়ির ভেতরে বসেছেন সাধু-ফকিররা। চলছে গুরু-শিষ্যের ভাব বিনিময়। অন্যদিকে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে লালনের আখড়া ও এর আশপাশের এলাকায়। লালনের গানে গানে মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে আখড়াবাড়ি ও এর বাইরে চলছে বৈঠকি আয়োজন।