ডন ডেস্ক:-
কুমিল্লা রিজিয়নের এসপি মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলার শাহপুরী হাইওয়ে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো.পারভেজ (৩১) নামক ১ মাদক কারবারিকে আটক পূর্বক তার নিকট থেকে ৬০০০ (ছয় হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে উদ্ধার করা হয়। আসামি মো.পারভেজ (৩১) ভোলা জেলার দৌলতখান থানার ৪(চার) নং ওয়ার্ডের উত্তর জয়নগর গ্রামের মো.হারুন ব্যাপারীর ছেলে। আটককৃত আসামি মোঃপারভেজ একজন কাভার্ডভ্যান চালক। মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) রাত অনুমান ৮টা ৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (শহর ও যান) এফএএম সাইফুল ইসলাম, এসআই(নিঃ) মো. সুমন তালুকদার, এএসআই (নিঃ) মোঃরাকিব হাওলাদার, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার লক্ষে বিশেষ চেকপোষ্ট ডিউটি বসিয়ে উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কদলাতলী উঠনতি নামক স্থানে মহাসড়কে পাকা রাস্তার উপর কক্সবাজারমুখী কভার্ডভ্যান ; যার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ট১৭-০৮১৫ থামিয়ে ড্রাইভারের সিটের নিচে বাম পাশে বিশেষ কায়দায় তৈরীকৃত বক্সের মধ্য হতে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সাক্ষিদের উপস্থিতিতে জব্দ করা হয়। ঘটনাস্থল হতে আসামি মো.পারভেজ (৩১) পিতা-মো.হারুন ব্যাপারী, মাতা-মোছাঃময়ফুল বেগম, সাং-উত্তর জয়নগর, ৪(চার) নং ওর্য়াড, থানা-দৌলতখান, জেলা-ভোলাকে আটক পূর্বক তার চালিত কর্ভাডভ্যানটি জব্দ করা হয়। উক্ত ছয় হাজার পিছ ইয়াবা ট্যাবলেটের মুল্য অনুমান ৬০০০×৩০০ = ১৮,০০০০০/- ( আঠারো লক্ষ টাকা)। আসামি মো.পারভেজের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি