কুষ্টিয়া প্রতিনিধি:-
নিখোঁজের পরদিন কুষ্টিয়ার খোকসায় বাড়ীর পাশ থেকে বুদ্ধি প্রতিবন্ধী নারী ফারজিনা ইয়াসমিন নিপা (২৮)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭ টার দিকে এলাকাবাসীর দেওয়া খবরে উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে নিজের বাড়ীর পিছনের বাগানের খোলা জায়গা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যারাত থেকে নিপা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। পুলিশের ধারণা রাতের কোন এক সময় শ্বাসরোধ করে হত্যা করে নিপার মৃতদেহ বাড়ীর পাশে ফেলে রাখা হয়। নিপার পরিবারের সন্দেহের তীর সাবেক স্বামী রফিকুলের দিকে। তারা জানান, ১০ বছর আগে ২০১৩ সাবেক সেনা কর্মকর্তা ছবেদ আলীর কন্যা নিপার বিয়ে হয় স্থানীয় রফিকুলের সাথে। গত ৫ বছর আগে নিপার সাথে বিবাহ বিচ্ছেদ করেন রফিকুল। এ নিয়ে মামলা হলে সম্প্রতি সেই মামলায় রফিকের ২ বছরের কারাদন্ড ও সাড়ে ৩লাখ টাকা জরিমানা হয়। এর বদলা নিতেই রফিক গতকাল রাতে তার ছোট ভাই সহ সহযোগী সবদুল ও কে দিয়ে ফোন করে নিপাকে ডেকে নেয়। আজ সকালে বাড়ীর পাশে নিপার মরদেহ পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য আয়েন উদ্দিন জানান, নিপা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল, সে ভাতাও পেত। খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সাবেক স্বামী পলাতক রয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করার পাশাপাশি অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।