নিজিস্ব প্রতিনিধি:-
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টার সময় আল্লারদর্গা জাতীয় পার্টি অফিস চত্বর থেকে শাহরিয়ার জামিল জুয়েল এর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার অধিকাংশ গ্রাম প্রদক্ষিণ করেন।
মোটরসাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টি’র সহ সভাপতি, পারভেজ মাজমাদার, আবু হানিফ, অধ্যাপক তাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাদু, আব্দুল্লাহ আল মামুন পিয়ার, জাতীয় যুবসংহতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কাজী আব্দুল বাকের, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব নাজমুল হুদা, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, সদস্য খায়রুল ইসলাম মেম্বার, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, চিলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহুরুল ইসলাম, মরিচা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আকতার , পিয়ারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, রিফায়েতপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাবিবুর রহমান, দৌলতপুর উপজেলা শাখার জাতীয় যুব সংহতি সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নবীন,যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ওলামা পার্টির সদস্য সচিব জিয়াউর রহমান টুটুল, সুমন খন্দকার,জাতীয় ছাত্র সমাজ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি শাহাজাদা সহ উপজেলার ১৪ ইউনিয়নের হাজার হাজার নেতা কর্মী। এ সময় প্রধান অতিথি সুমন আশরাফ ও নেতৃত্ব দানকারী শাহরিয়ার জামিল জুয়েল বলেন, দৌলতপুর জাতীয় পার্টি ঐক্যবদ্ধ, আজ হাজার হাজার নেতা কর্মী তার প্রমান রেখেছে। দেশের এই ক্রান্তিলগ্নে সংবিধান রক্ষার জন্য ও দেশের স্বার্থে আসন্ন নির্বাচনে ক্ষমতাসিন দলকে অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশের পরে যদি কোন দল ভোটে আসে, বা না আসে সেই দায়ভার সেই দলের । আমরা জাতীয় পার্টি নির্বাচন মুখী দল, সেই লক্ষে আমাদের প্রত্যেকটি আসনকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তারই ধারাবাহিকতায় ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর জাতীয় পার্টি আজ ঐক্যবদ্ধ।