স্টার্ফ রিপোর্টার:-
কু্ষ্টিয়া জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি ও কুষ্টিয়া ও ঝিনাইদহ আসনের সাবেক মহিলা এমপি লায়লা আরজুমান বানু’র নাতনী মেধাবী ছাত্রী সাদিয়া আহম্মেদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের টীম Apocalypse নেদারল্যান্ড এর আমস্টারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহন করে শীর্ষস্থান অর্জন করায় Gold Winner হয়েছেন। ১৭ই নভেম্বর ২০২৩ ইং তারিখে আমস্টারডাম,নেদারল্যান্ডে অনুষ্ঠিত International Blockchain Olympiad (আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড) সে চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় সারা বিশ্বের ৪০ টি দেশ হতে ৫০ টিম অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন (গোল্ড মেডেলিস্ট) হওয়া রেকর্ড এই সর্বপ্রথম অর্জন। ১৫ই নভেম্বর সাদিয়া আহম্মেদ আন্তর্জাতিক ব্লগচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমস্টারডাম, নেদারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। আমস্টারডামে প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে জার্মানি, সুইজারল্যান্ড ও ফ্রান্স হয়ে আগামী ২১শে নভেম্বর দেশে ফিরবেন। তার নানী কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক এমপি লায়লা আরজুমান বানু, পিতা ডঃ সুমন আহম্মেদ, মাতা ইঞ্জিনিয়ার শারমিন ইউসুফ সকলের কাছে সাদিয়া আহম্মেদ এর জন্য দোয়া চেয়েছেন।