নিজস্ব প্রতিনিধি:-
বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মানবিক কাজের ফটো কনটেস্ট প্রতিযোগিতায় কুষ্টিয়া ব্লাড ডোনেশন প্রথম স্থান অধিকার করেছে।
২৭-১১-২০২৩ তারিখ কুষ্টিয়া কোটপাড়ায় ক্যাফে দি পাস্তা রেস্টুরেন্টে মানব কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা মো. ময়নাল হোসেন মারুফ কুষ্টিয়া ব্লাড ডোনেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সানজিদ আহমেদ সিয়াম এবং যুগ্ম আহ্বায়ক যাবির মাহমুদ এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্লাড ডোনেশনের সদস্য বোরহান রায়হান এবং রিয়াদ। বাংলাদেশ মানব কল্যান পরিষদ এর প্রতিষ্ঠাতা ময়নাল হোসেন মারুফ কুষ্টিয়া ব্লাড ডোনেশনের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ড সম্পর্কে আলোচনা করেন এবং সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। তিনি আরও জানান তার সংগঠন সব সময় কুষ্টিয়া ব্লাড ডোনেশনের পাশে থেকে একসাথে বিভিন্ন মানবিক কাজে অংশ গ্রহণ করবে।