ডন ডেস্ক:-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া- ২ মিরপুর -ভেড়ামাারা আসনের জাতীয় সংসদ সদস্য পদে মিরপুরে মনোনয়ন পত্র দাখিলকারীদের নামের তালিকা, মোট ৮ জন প্রার্থী, এর মধ্যে ৪ জন দলীয়, ৩ জন সতন্ত্র- এবং ১ জন ডেমি পদপ্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৩০ নভেম্বর -২০২৩- মনোনয়ন পত্র জমা প্রদানের শেষ দিন ছিল বিকাল ৪ টা পর্যন্ত। ৮ন প্রার্থীই মিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের নিকট মনোনয়ন পত্র জমাদেন। ক্রমিক অনুসারে ১ নং হাসানুল হক ইনু এমপি (জাসদ কেন্দ্রীয কমিটির সভাপতি) ২ নং সরদার মো. মুসতানজীদ (সতন্ত্র), ৩ নং ড. মো.শহীদুল ইসলাম ফারুকী (জাতীয় পার্টি- এরশাদ), ৪ নং ডাক্তার ইফতেখার মাহমুদ (সতন্ত্র), ৫ নং মো.কামারুল আরেফিন (সতন্ত্র), ৬ নং আরিফুর রহমান (বিএনএম), ৭ নং সৈয়দ কামরুল আরিফিন (ডেমি) এবং ৮ নং বাবুর আক্তার, (ইসলামীয় ঐক্যফন্ট)। এ সময উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ’মি হারুন অর রশীদ, উপজেলা নির্বাচন অফিসার-কবির উদ্দিন প্রমুখ।