ডন ডেস্ক:-
গত ০৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
দৌলতপুর এলাকা থেকে ১। আব্দুর রশিদ(৫০), পিতা-মৃত জসিম উদ্দিন ২।মো. ছাবেদ আলী মন্ডল(৪৫), পিতা-মৃত আমদ মন্ডল, ৩। মো. রিংকু বিশ্বাস(২৫), পিতা-মো. শহিদুল বিশ্বাস, সর্ব সাং- জগন্নাথপুর, থানা- দৌলতপুর, জেলা –কুষ্টিয়া গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা রুজু হয়েছে। কুমারখালী থানা এলাকা হতে আসামী ১। মো. আক্তারজ্জামান (৪০),পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-আদাবাড়িয়া, ২। মো. ওলিদুর রহমান জোয়াদ্দার (৪৪), পিতা-মৃহ জহির উদ্দিন, সাং-বাঁশগ্রাম পূর্বপাড়া, উভয় থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া, ৩। মো. মনিরুজ্জামান (৪৫), ৪। মো. সাখাওয়াত হোসেন (৫০), উভয় পিতা-মৃত আজাহার উদ্দিন শেখ, সাং-পিতম্বরবশী, ৫। মো. জাহাঙ্গীর আলম (১৯),পিতা-মো. ইলিয়াস মোল্লা, সাং-রামদিয়া কাঁঠাল বাগান, ৬। মো. রায়হান (২৫),পিতা-মো. আব্দুল আওয়াল, সাং-পান্টি গোরস্থানপাড়া, সর্ব থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াদের ফৌঃ কাঃ বি এর ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়। আসামী ১। মো. আলামত মোল্লা(৩৬), পিতা-মোকাদ্দেস মোল্লা, গ্রাম- দক্ষিন ভবানীপুর (যদুবয়রা ইউনিয়ন), ২। মো. রাজিব হোসেন(২৭), পিতা-এস এম রাশেদুল ফরহাদ , গ্রাম- চাপড়া পূর্বপাড়া (চাপড়া ইউনিয়ন), ৩। মো. আলাউদ্দিন বিশ্বাস(৬০), পিতা-মৃত মনছুর আলী বিশ্বাস, গ্রাম-দক্ষিণ মনোহরপুর কালুপাড়া (বাগুলাট ইউনিয়ন), সর্ব থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াদের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা রুজু হয়েছে।
খোকসা থানা এলাকা হতে আসামী ১। মো. রুহুল ইসলাম(২৫), পিতা-মো. ইউনুছ আলী , গ্রাম- উথলী, ২। মো. আইয়ুব আলী(৫৮), পিতা-মৃত আকবর আলী সরদার, সাং-পূর্ব গোপালপুর, উভয় থানা- খোকসা, ৩।মো. হাবিল হোসেন(৩০), পিতা- বানাত আলী সরদার, সাং-পূর্ব গোপালপুর, ৪। মো. চতুর প্রামানিক(৫৫), পিতা-মোঃ বেগু প্রামানিক, সাং-পূর্ব গোপালপুর, ৫. মো. সবুজ(৩০), পিতা-মো. চতুর আলী , গ্রাম- পূর্ব গোপালপুর, সর্ব থানা- খোকসা, জেলা –কুষ্টিয়াদের বিরুদ্ধে খোকসা থানায় মামলা রুজু হয়েছে।
সবাইকে নির্বাচনী পরবর্তী সহিংসতা এড়িয়ে চলার জন্য আহ্বান জানানো হল।