ডন ডেস্ক:-
কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে ইটভাটা মালিক মুকুল জোয়ার্দ্দার ও ১৪ টি ইটভাটার মালিকের নেতৃত্বে চলছে পদ্মানদীর চর থেক মাটি লুটের মহা উৎসব। লুটের মাটি যাচ্ছে ১৪ টি অবৈধ ইটভাটা। অভিযোগ উঠেছে অবৈধভাবে মাটি কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ঐ প্রভাবশালী মহলটি।
যার কারণে হুমকির মুখে পড়েছে ইউনিয়নের ফসলি জমি। একইসাথে বাড়িঘর ভাঙনের দুশ্চিন্তায় দিন পার করছেন নদী পারের বহু পরিবার। সরজমিনে গিয়ে দেখা যায়, দিনের বেলা প্রকাশ্য অবাধে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল। এসব মাটি বড় ও ছোট ট্র্যাক্টটরে যোগে বিভিন্নস্থানে বিক্রি করা হচ্ছে এবং যাচ্ছে স্থানীয় ১৪টি অবৈধ ইটভাটা। োআর এভাবেই তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, মাটি কাটার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাদের কিছু বলতে গেলেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। প্রভাবশালীদের ভয়ে প্রশাসনের কাছে অভিযোগ পর্যন্ত দিতে পাচ্ছে না ভুক্তভোগী অসহায় কৃষকেরা। অনেকেই আবার দলীয়পদ বলে এসব ব্যবসা পরিচালনা করছেন বলে জানান এলাকাবাসী। সরেজমিনে নদী এলাকায় গিয়ে দেখা গেছে, মাটি কাটার ফলে হুমকির মুখে ফসলী জমি ও নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি বিলীনের পথে প্রায়। ফসলি জমি নষ্টের পাশাপাশি আবাদ করতে না পারায় ওই এলাকার খেটে খাওয়া কৃষকরা অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন। মাটি কাটা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী এলাকাবসীর। অভিযোগের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ভাটা মালিকরা বলে প্রশাসনের কর্মকর্তারার সঙ্গে যোগাযোগ করে মাটি কাটা হচ্ছে। খননকৃত মাটি ইটের ভাটায় নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি