নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিবর্তন’ এর উদ্যোগে আজ প্রেসক্লাব স্কয়ার ডিসি কোর্ট চত্বরে দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, বিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি ফিরোজ কায়সার, নির্বাহী সদস্য এইচ এম বেলাল, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি শেখ হাসান বেলাল, নির্বাহী সদস্য সোহাগ আহমেদ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর খানসহ বিবর্তন এনজিও’র কর্মকর্তাগণ। এছাড়াও সন্ধ্যার পর শহরে রিক্সা চালকদের হাতে হাতে শীতবস্ত্র তুলে দেন নির্বাহী পরিচালক রাশেদুল ইসলাম বিপ্লব ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ সহ বিবর্তন এনজিওর কর্মকর্তাগণ।