ডন ডেস্ক:-
কুষ্টিয়ার একটি ভাড়া বাসা থেকে হাসান আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস কলাবাগ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নিহতের শ্বশুর বাড়ি। মৃত হাসানের স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের দাবি, ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন হাসান। তবে হাসানের পরিবার বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ায় নিয়মিত যাতায়াত ছিলো হাসানের। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এস আই সাহেব আলী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় স্ত্রী তার বোনের বাড়িতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে স্ত্রী দেখেন তার স্বামীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।