ডন ডেস্ক:-
নিহত আমিরুলের পরিবার সূত্রে জানা গেছে, তিনি গতকাল ইফতার শেষ করে বাড়ি থেকে কেশবপুরে তাঁর ইজারা নেওয়া পুকুরে যাচ্ছিলেন। পথে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে জোর করে পাশের একটি কলাবাগানে নিয়ে যান প্রতিপক্ষের লোকজন। সেখানে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে যদুবয়রা ইউপির চেয়ারম্যান মিজানুর রহমানসহ এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ছয়জনকে আটক করেছে। তাঁদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। মিজানুর যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকায় আমিরুলকে মাতব্বর হিসেবে মানতেন লোকজন। তিনি বেশ কিছু সালিস বৈঠকও করেছেন। এ নিয়ে তাঁর শত্রু তৈরি হয়ে গিয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে ওই এলাকায় নৌকার প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, ক্রাইম ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, রাতেই অভিযান চালিয়ে যদুবয়রা ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিকেলের মধ্যে মামলা দায়ের হয়ে যাবে। যাচাই-বাছাই শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সকালে পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি