নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়ায় ভাস্তের হাতে চাচা খুনের ঘটনা ঘটে গেছে।
ঘটনাটি ঘটেছে আজ সন্ধা ৭টার দিকে হাটস হরিপুর গ্রামে। স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনায় মৃত ভাদু পরামানিক ছেলে বাদশা পরামানিক (৫৫) বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারই ভাইয়ের ছেলে মাসুদ (৪০)। মাসুদের পিতার নাম মৃত সোলাইমান। তুচ্ছ ঘটনায় চাচা ভাতিজার মধ্যে বাকবিতন্ডায় চাচার উপর ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয়রা ছুটে আসলে তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনার পর মাসুদ পালিয়ে গেছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি