ডন ডেস্ক:-
কুষ্টিয়া কুমারখালী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়। আজ ০৪/০৯/২৪ ইং রোজ বুধবার বেলা ১২ টায় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। জানা গেছে, কুমারখালী উপজেলার রেল স্টেশনের পাশে ফুল ঘরের কাছে আকাই -পিতা- কিয়ামদ্দিন (৫৫), সুজন। পিতা -বিশ্বনাথ (৪০), কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিচ ট্যাপেনটা পাওয়া যায়। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে, কুমারখালী উপজেলা ভূমি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যলয় কুষ্টিয়া পরিদর্শক মো.বেলাল হোসেন বিভিন্ন এলাকায় অভিযান করে মাদকসহ ২জনকে আটক করে। পরে কুমারখালী উপজেলা ভূমি সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত আটককৃত আসামিদের বিভিন্ন ২মাস মেয়াদে ও এক মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা করে অর্থদণ্ড দণ্ডিত করে জেলহাজতে প্রেরণ করেন।