ডন ডেস্ক:-
কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ফরাজিপাড়া এলাকায় বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে দুষ্কৃতকারীরা। এমন অভিযোগে যানা যায়, গত ২০সেপ্টেম্বর রাত ৮টার দিকে এ ঘটনায় পাঁচ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতরা হলেন সদর উপজেলা স্বাস্থ্য সহকারী মৃত জহুরুল ইসলামের পুত্র শরিফ পারভেজ ও কিরন, মেয়ে আন্না, কিরনের স্ত্রী হিরা খাতুন ও তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী ছোয়া। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধার পর ঘটনার বর্ণনা দিয়ে আহত শরিফ পারভেজের ভাই আল মামুন মানু বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় দুই জনকে আসামী করে এজাহার জমা দেন। আসামীরা হলেন হাটশহরিপুর ইউপির ফরাজিপাড়ার মৃত সোবহান মন্ডলের ছেলে তোহুরুল ইসলাম ও কুমারখালী উপজেলার কয়া ইউপির বেড়কালোয়া এলাকার সিদ্দিক মেম্বরের ছেলে সুমন। অজ্ঞাত নামা ১০ থেকে ১২ জন। এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী জানান, উক্ত ঘটনার বিষয়ে থানায় একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।