নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নে চাপাইগাছির বিলের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা মাজেদ গ্রুপের লোকজন বিলের দখল নিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইউনিয়নের মাছপাড়া গ্রামে মাজেদ গ্রুপের পৰে আরিফুল ইসলাম গ্রৰপ ও মজিদ মেম্বার গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইবি থানার ওসি মামুন মাহমুদ জানান, শুনেছি সংঘর্ষ চলছে। পুলিশ এখনো ঘটনাস্থলে যেতে পারেনি। জানা গেছে, ঝাউদিয়া ইউনিয়নে চাপাইগাছির বিল দেড় কোটি টাকা দিয়ে ইজারা নেয় মজিদ মেম্বার। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে বিলের দখল নিতে মরিয়া হয়ে উঠে বিএনপির লোকজন। জেলা যুবদল নেতা মাজেদ ও ঝাউদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এক হয়ে বিলের দখল নিতে চেষ্টা করে আসছিল। কয়েকদিন আগে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে মজিদ মেম্বারকে তুলে নিয়ে যায়। এই সুযোগে প্রায় ৫ শতাধিক লোক নিয়ে বিলের দখল নিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হামলা চালায় বিএনপি নেতা মাজেদ গ্রুপের লোকজন। গুলি করতে করতে তারা বিলের দিকে এগিয়ে যায়। এসময় মজিদ মেম্বার গ্রুপের লোকজন প্রতিরোধ গড়ে তোলে। দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই গুলি ছুড়তে থাকে। স্থানীয় কয়েকজন জানান, দুইপক্ষ অন্তত ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছুড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাত ২টার দিকেও দুইপক্ষ মুখোমুখি অবস্থান করছিল। উভয় পক্ষই সশস্ত্র অবস্থায় রয়েছেন বলে জানান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান ইবি থানার ওসি মামুন মাহমুদ।