ডন ডেস্ক :-
কুষ্টিয়ার কুমারখালি উপজেলার (কুষ্টিয়া-রাজবাড়ি) মহা সড়কে দুই ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত্রে কুমারখালির বাঁশআড়া নামক স্থানে। দুর্ঘটনায় পতিত হওয়া ট্রাকটি পাশ্ববর্তী খাদের পানিতে ডুবে একজন নিখোঁজ হয়।
খবর পেয়ে কুমারখালি ফায়ার সার্ভিসের সাব আফিসার এস এম ফিরোজ আহম্মেদের নেতৃত্বে ফায়ার ফাইটার মোঃ মেহেদী আজাদ ঘটনাস্থলে পৌছান এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে আনুমানিক ভোর চারটার সময় বিশ ফিট পানির নিচে ডুবে থাকা ট্রাক থেকে হেলপার আলমগীর (২১) মৃত কে অবস্থায় ঊদ্ধার করেন। নিহত আলমগীর নাটোর জেলার লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেড়ে বলে জানাগেছে। উল্লেখ্য,গত ১৯,১০,২০২৪ ইং রাতে উক্ত সড়ক দূর্ঘটনা ঘটে। কুমারখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: মেহেদী আজাদ তিনি ডুবুরি না হয়েও, নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাত আনুমানিক ভোর চারটার সময় বিশ ফিট পানির নিচে ট্রাক থেকে হেলপারের লাশ উদ্ধার করে।