নিজস্ব প্রতিনিধি:-
অনেক অপরাধীর তালিকা করা হয়েছে যেমন যুদ্ধঅপরাধীর তালিকা, মাদক ব্যবসায়ীদের তালিকা, চাঁদাবাজদের তালিকা, অস্ত্র ব্যবসায়ীদের তালিকা। কিন্তু কখনো ভূমিদস্যুদের তালিকা করতে দেখা যায়না অথচ তারাই বেশির ভাগ অপরাধের জন্ম দিয়ে চলেছে
। বিনা পুঁজিতে শত শত কোটি টাকার মালিক হয়ে বর্তমানে রাজত্ব করছে তারা। বর্তমান পরিস্থিতি দেখে এদের মধ্যে অনেকেই এখন লেবাস ধরেছে বাঁচার জন্য,কেওবা পাড়ি জমাচ্ছে বিদেশে। এইভাবে বেঁচে যাচ্ছে ভূমিধস্যুরা। এই ভূমিদস্যুরা টাকার বিনিময়ে নিরব করিয়ে রাখে ভূমি অফিসগুলোকে এবং প্রশাসন ও ক্যাডারবাহিনী দিয়ে হয়রানি, অত্যাচার এবং নির্যাতন এর মাধ্যমে দখল করে জমি। ভুক্তভোগীরা বিচার বিভাগের শরণাপন্ন হয় কিন্তু কোনো সমাধান পায় না, টাকা এবং ক্ষমতার জোরে বেরিয়ে যায় তারা। একপর্যায়ে জীবন বাঁচাতে ভুক্তভোগী বাধ্য হয়ে ছেরে দেয় তার পিতৃপুরুষদের রেখে যাওয়া জমি। এইভাবে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ত্রাস এবং নির্মমতার রাজত্ব কায়েম করে চলেছে এই ভূমিদস্যুরা।
প্রশাসনের প্রতি ভুক্তভোগীদের একটাই দাবি, এই সকল লেবাসধারী ভূমিদস্যুদের তালিকা প্রস্তুত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক