ডন ডেস্ক:-
আজ বুধবার বিকাল ৫.৪৫ মিনিটের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের মমিন সেনেটারী ব্যাবসায়ীর ২য় সন্তান ময়নাল হক মিল্টন ভেড়ামারা রায়টা সড়কে বাঁকা পুলের কাছে মোটরসাইকেল দূরঘটনায় ১৬ দাগ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্নী লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।