ডন ডেস্ক:-
মেহেরপুরের গাংনীতে ৭টি গাঁজার গাছ সহ কুতুব উদ্দিনকে(৬০)নামের এক কৃষককে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার রায়পুর পূর্ব পাড়ার খামার মাঠের পানের বরজ থেকে এই গাঁজা গাছ উদ্ধার করা হয়। কুতুবউদ্দিন রায়পুর পূর্ব পাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে। অবৈধভাবে জমিতে গাঁজার চাষ করার কারণে তাকে আটক করে পুলিশ। কুতুবউদ্দিনের ১২ কাঠা জমির ৬ কাঠাতে কলাগাছ ও ৬ কাঠাতে পানের বরজের চাষ করে আসছে।তার পানের বরজের মধ্যেই এই গাঁজার গাছ পাওয়া যায়। গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, উপজেলার রায়পুর পূর্ব পাড়ায় পানের বরজের মধ্যে গাঁজার চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।ঘটনাস্থল থেকে ৭টি গাঁজার গাছ সহ কুতুব উদ্দিনকে আটক করা হয়েছে। এসময় গাংনী থানা পুলিশের এসআই বিপ্লব, এএসআই মামুন ও নারদ সহ একটি টিম উপস্থিত ছিল। আটক কুতুব উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ছেলের সবুজ পালিয়ে যায়। তার ছেলে সবুজকে আটক করতে মাঠে কাজ করছে পুলিশ। তিনি আরো বলেন,মাদকের ব্যাপারে কোন ছাড় নেই।আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।যেখানেই মাদক সেখানে অভিযান।