ডন নিউজ:কুষ্টিয়া শহর ও গ্রামাঞ্চলের বেশীর ভাগ এলাকায় দেখা গিয়েছে বিশুদ্ধ পানির এক চরম সংকট। গ্রাম বা শহরের প্রায় অধিকাংশ জায়গার টিউবওয়েল থেকে পাওয়া যাচ্ছে না পরিমান মত পানি। এ ছাড়াও অনেকের টিউবওয়েলে পানির পাম্প সেটিং করে পানি তোলা হলেও এখন বেশীর ভাগ পানির পাম্পে পানি উঠছে। এতে ঘন ঘন পানির পাম্প নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন শহর ও কবুরহাট খাজানগর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা পানির লেয়ার ভূ- গভের তলদেশ থেকে অনেক নিচে নেমে যাওযায় এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। আগামী ৫/৭ দিনের মধ্যে বৃষ্টি পাত না হলে সমস্যা আরো তীব্র থেকে তীব্রতর হবে বলে ধারণা করা হচ্ছে। এই গরমের মাঝে চলার পথে নিয়মিত পানি পান করে শরীর সুস্থ রাখা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ রাববুল আলামীন আমাদের সকলকে পানি সংকট থেকে পরিত্রান দান করুন। আমিন ( ছবিতে পানির কলসের সাথে কবুরহাট
কদম তলার এক তরুনের সেলফি)।