নিউজ ডেস্ক:-
র্যাব মহাপরিচালক আব্দুলাহ আল মামুন বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা তদন্ত করা হবে। তদন্তে এই ঘটনার জন্য দায়ী হিসেবে যাদের নাম আসবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শুক্রবার (৯ জুলাই) বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, আগুনের কারণ জানতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তারা তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেবেন। প্রতিবেদনে কারো গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ৪৯ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।