ফয়সাল চৌধুরী,কুষ্টিয়া:-
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩৫৯ জনের এবং শনাক্ত হয় ১০ হাজার ৮৭৩ জন। পিসিআর ল্যাব ও সিএস অফিস তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় জুলাই মাসের ১৩ দিনে করনা আক্রান্ত হয়ে মারা যান ১ শত ৪৭ জন এবং ১২ দিনে শনাক্ত হয়েছে ২ হাজার ৮ শত ২৪ জন। সিভিল সার্জন কার্যালয় ও ২০০ শয্যা করোনা ডেডিকেডেট হাসপাতাল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ১৩ জুলাই পর্যন্ত জেলায় করোনায় ৩৫৮ জন মারা গেছেন। তাঁদের মধ্যে গত ২৮ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ১৫ দিনে ২৫০ শয্যা জেনারেল হাস পাতালে ১৪০ করোনা রোগী মারা যান। এ সময়ে জেলায় মারা যান ১৬১ জন। অর্থ্যাৎ মোট মৃত্যুর ৮৭ শতাংশ মারা যান এ হাসপাতালে। করোনা হাসপাতাল বাদে বাকি ২১ জন জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাড়িতে মারা যান। ২০০ শয্যা করোনা ডেডিকেডেট হাসপাতালে ১৫ দিনে মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৪০ রোগীর মধ্যে ৯০ জনের ভর্তির সময় অক্সিজেন স্যাচুরেশন (মাত্রা) ছিল ৮০–এর নিচে। সর্বনিম্ন ৩৫ পাওয়া গেছে। এই রোগীদের কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। রাতের বেলায় মারা গেছেন অন্তত ৪০ রোগী। পিসিআর ল্যাব ও সিএস অফিস তথ্য মতে কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৯০ জনের নমুনা পরীক্ষায় ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯দশমিক ৩৯ । একই সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ৯ জন। ১২ জুলাই কুষ্টিয়া সদরে নতুন করে করোনা সনাক্ত হয়েছে ১১৯ জন, মৃত্যু হয় ৪ জনের।কুমারখালী ৩১ জন, মৃত্যু হয় ০০ জনের। দৌলতপুরে ৫৮ জন, মৃত্যু বরন করেন ১ জন।ভেড়ামারায় ৪১ জন, মৃত্যু বরন করেন ১ জন।মিরপুরে ৩৮ জন, মৃত্যু বরন করেন ৩ জন। খোকসায় ০৪ জন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন ০০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫৬ জন। বর্তমানে জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৬৯৯ ।হোম আইসোলেশনে আছে ৩ হাজার ৪ শত ৩০ জন। করোনা পরীক্ষা হয়েছে রিপোর্ট অপেক্ষমাণ আছে ৩৫১৫ টি স্যাম্পল। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া ২০০ শয্যা করোনা ডেডিকেডেট হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্ত সুস্থ হয়েছে মোট ৬ হাজার ৮শত ২৪ জন। মঙ্গলবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া ২০০ শয্য করোনা ডেডিকেডেট হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, গত ২৪ ঘন্টায় ১২ জুলাই সকাল ৮ টা থেকে – ১৩ জুলাই সকাল ৮ টা পর্যন্ত সদর হাসপাতালের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৮ জন।করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন আরো ১ জনসহ সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৯ জন। মোট ভর্তি আছে ২৯১ জন।করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৮৭ জন এবং বাকী উপসর্গ নিয়ে ভর্তি আছেন।
কুষ্টিয়ায় ২৩ দিন ধরে চলছে লকডাউন কিন্তু থেমে নেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা।