ডন ডেস্ক:-
সাস্থ্যবিধি মেনে চলি স্লোগানকে সামনে রেখে করোনা সচেতনতার কর্মসুচির অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালীতে মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন করা হয়। আজ শনিবার সকাল ১০ টায় কুমারখালী শহরে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।কূমারখালি নাগরিক পরিষদ আয়োজিত মাস্ক বিতরণ শুরু হয় গণ মোড় থেকে।শহরের প্রধান প্রধান সড়ক,মার্কেট ,দোকানসহ বিভিন্ন হাট বাজারে চলে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি ।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালি সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মো: শরিফ হোসেন। কুমারখালি নাগরিক পরিষদের সভাপতি মো: আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কল্যান সমিতির সভাপতি এটি এম আবুল মনসূর মজনু, বুলবুল টেক্সটাইল এর পরিচালক মো: রফিক, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, রানা টেক্সটাইল এর মাসুদ রানা, মহিলা পরিষদের হোসনে আারা রুবী,ইশরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হাসান মানু,বীর মুক্তিযুদ্ধা চাঁদ আলী ,কুষ্টিয়া পুলিশ লাইন কলেজের প্রভাষক আব্বাস উদ্দিন , পলাশ,কুমারখালি সরকারি কলেজের প্রভাষক রাসেল মোশাররফ চৌধুরী, সাংবাদিক এম এ ওহাব প্রমুখ। করোনা ভাইরাস থেকে নিজে বাঁচুন পাশের জনকে নিরাপদ রাখুন।নাগরিক পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুমারখালি বাসি।