সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কুষ্টিয়া শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ সরকারি করনের দাবি কুষ্টিয়ায় হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান মিন্টু কারাগারে ভূমিদস্যুরাই এখন বিচারহীন অপরাধী দুই এএসআই হত্যা: আসামি ধরতে গিয়ে ফের পুলিশের ওপর হামলা কুষ্টিয়ায় নিজের গলাই ছুরি চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও মেয়ের মৃত্যু চোখের পানি ধরে রাখতে পারছি না বুক ফেটে যাচ্ছে ফায়ার ফাইটার মেহেদী আজাদ ডুবুরি না হয়েও জিবনের ঝুঁকি নিয়ে পানির নিচ থেকে লাশ উদ্ধার করে আগামীকাল থেকে ৩দিন ব্যাপী লালন স্মরণোৎসব শুরু কুষ্টিয়ার ঝাউদিয়ায় দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু

কুষ্টিয়ায় চেম্বার অব কমার্স’র দ্বি-বার্ষিক নির্বাচন ফলাফল প্রকাশ

Reporter Name / ৫৬৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ১:২০ পূর্বাহ্ন

 

ডন ডেস্ক:-
বিপুল উৎসাহ উদ্দিপনা আর স্বতস্ফুর্ত অংশগ্রহণ স্বাস্থ্যবিধি মেনে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ৪সেপ্টেম্বর শনিবার দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন বোর্ড চেয়ারম্যান এ্যাডভোকেট মীর ছানোয়ার হোসেন এবং নির্বাচন বোর্ড সদস্য, এ্যাডভোকেট নওশের আলী ও সদস্য, নির্বাচন কমিশন এ্যাডভোকেট কাজী মকছুদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১জন পরিচালক নিয়ে চেম্বার পরিষদ গঠন করা হয়ে থাকে। ইতিমধ্যে ট্রেড গ্রুপ থেকে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ৩জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি ১৮জন পরিচালকের এ’ গ্রুপে ১২জনের বিপরীতে ২২জন প্রার্থী এবং বি গ্রুপে ৬জন পরিচালকের বিপরীতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ’গ্রুপে ১৮২৩ ভোট বি’গ্রুপে ৬৩৬জন ভোটার তাদের মনোনীত প্রার্থীকে ভোট দেন। এ’গ্রুপের ২২জনের মধ্যে ১২জনকে এবং বি’গ্রুপে১০জনের মধ্যে ৬জনকে ভোট দিয়ে পরিচালক নির্বাচিত করলেন।
২১ পরিচালকের মধ্যে ট্রেড গ্রুপে ৩জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন তারা হ’লেন হাজী রবিউল ইসলাম, মোকারম হোসেন মোয়াজ্জেম ও মোঃ আবু জাফর মোল্লা। এ’ গ্রুপে (সাধারণ সদস্য) ১,৮২৩ জন ভোটারের মধ্যে ১৬৩৭জন ভোটার ভোট দিয়েছেন। ভোট বাতিল হয়েছে ৬৪টি। ভোটারদের প্রাপ্ত ভোটে প্রথম হয়েছেন ব্যালট নং-১১ এস.এম আলমগীর আলম ১২৮৩ভোট, ব্যালট নং-১৫ আলহাজ্ব মোঃ ওমর ফারুক ১২৭৮ –ভোট, ব্যালট নং-১২ হাজী মোঃ আখতারুজ্জামান ১২৬৩ভোট, ব্যালট নং-১৬ প্রকৌঃ সাইফুল আলম মারুফ ১১৯৪ ভোট,
ব্যালট নং-১৩ খন্দকার জিয়াদুল হক ১১৯৩ভোট, ব্যালট নং-১৪ জাহিদুর রানা সোহাগ ১১৭৩ভোট, ব্যালট নং-২০মোঃ আব্দুল কাদের জুয়েল ১১৪২ভোট, ব্যালট নং-১৯ মোঃ মেজবার রহমান ১১২৯ভোট, ব্যালট নং-১৭ খন্দকার ইকবাল মাহমুদ ১০৯২ ভোট, ব্যালট নং-১৮ মোঃ শহীদ মুসা মঞ্জু ১০১৬ভোট, ব্যালট নং-২১ মোঃ ফজলে করিম ১০১০ ভোট, ব্যালট নং-১০ মোঃ জাকিরুল ইসলাম ৮৫৩ ভোট পেয়ে ১২জন পরিচালক নির্বাচিত। বাকি অন্য প্রার্থীরা, ব্যালট নং-৯ মোঃ হাবিবুল আলম ৮৩৩ ভোট, ব্যালট নং-২২ উত্তম সাহা ৮০৯ভোট, ব্যালট নং-১আব্দুল লতিফ ৬৬৬ভোট, ব্যালট নং-৪ মোঃ আসাদুল ইসলাম ৬৩৯ভোট, ব্যালট নং-৮ মোঃ হামিদুর রহমান ৫৬২ ভোট, ব্যালট নং-২ মোখলেছুর রহমান বাবলু ৪৯৯ ভোট, ব্যালট নং-৭ খন্দকার শওকত আলী টন ৪৬০ ভোট, ব্যালট নং-৩ আলহাজ্ব মোঃ আব্দুল মালেক ৩৩৬ ভোট, ব্যালট নং-৫ মোঃ মামুনুর রশিদ ঠান্টু ২৫৪ভোট এবং সবশেষে ব্যালট নং-৬ বিশ্বজিৎ সাহা সন্টু ২০২ভোট। বি গ্রুপে (সহযোগী সদস্য) ৬৩৬ জন ভোটারের মধ্যে ৪৮০জন ভোটারবৃন্দ ভোট দিয়েছেন। ভোটারদের প্রাপ্ত ভোটে প্রথম হয়েছেন ব্যালট নং-৯ মোঃ মাহবুবুর রহমান টিপু ৪৩০ভোট, ব্যালট নং-৫ হাজী শাকিল আহমেদ জালাল ৪২৬ভোট, ব্যালট নং-৬ মো: রফিকুল ইসলাম ৩৭৩ভোট, ব্যালট নং-১০ মোঃ হারুন অর রশিদ ৩৭২ভোট, ব্যালট নং-১ এস এম কাদেরী শাকিল ৩৭০ভোট, ব্যালট নং-৭ মোঃ মতিয়ার রহমান ৩২৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকি অন্য প্রার্থীরা, ব্যালট নং-৮ মোঃ রুহুল আমিন ৩০৯ভোট, ব্যালট নং-৩ কামাল আহমেদ করিম ৩০৩ ভোট, ব্যালট নং-২ মোঃ মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ২৭৫ভোট, এবং সবশেষে ব্যালট নং-৪ আবু মনি জুবায়েদ রিপন ২৫০ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর