ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
আজ ভারতের সর্বোচ্চ আদালত মধ্যপ্রদেশের একটি দেবত্য সম্পত্তির মালিকানা কার উপর থাকবে তার অধিকার কে ভোগ করতে পারবেন এবং ঔ দেবত্য সম্পত্তি পুরোহিত বিক্রি করতে পারেন কি না তার উপর রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি শ্রী হেমন্ত গুপ্ত ও বিচারপতি শ্রী এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন যে কোন দেবতার সম্পত্তি ও মন্দিরের সম্পত্তি কোন পুরোহিতের জন্য নয়। ঔ সম্পত্তির মালিক হল ঔ মন্দিরের দেবতা। কেউ ঔ সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তবে ঔ সম্পত্তি থেকে পাওয়া টাকা পয়সা ঔ মন্দিরের সেবায় নিয়োজিত করতে পারবেন। এবং ঔ টাকায় মন্দিরের পুরোহিতের বেতন দিতে পারেন। সেই সঙ্গে পূজার্চনা কাজে লাগাতে পারেন। কিন্তু কেউ ঔ মন্দিরের সম্পত্তি বিক্রি ও হস্তান্তর করতে পারবেন না। ১৯৫৯,সালে, মধ্যপ্রদেশ সরকারের একটি আদেশ কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ আজ মধ্যপ্রদেশের ভূমিশ্বরের মন্দিরের সম্পত্তি প্রত্যর্পণ নিয়ে মধ্যপ্রদেশের সরকারের দায়ের করা মামলায় রায় দিতে গিয়ে ভুপাল হাইকোর্টের নির্দেশ কে খারিজ করে দিয়ে দুই সদস্যর ডিভিশন বেঞ্চ জানিয়েছেন আজ থেকে কোন মন্দির ও দেবত্য সম্পত্তি কোন পুরোহিতের নয়। ঔ সম্পত্তির মালিক হল মন্দিরের দেবতা। কেউ ঔ সম্পত্তির কোন কিছু হস্তান্তর ও বিক্রি করতে পারবেন না।