নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২১-২০২৩) এর তফসিল ঘোষণা করেন সিনিয়র তথ্য অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আমীরুল আজম। গতকাল কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে বেলা ১১ টায় এ তফসিল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার ও প্রিজাইডিং অফিসার শিল্পী মন্ডল। তফসিলে আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় আপত্তি শুনানি, ১৮ সেপ্টেম্বর বিকাল ৫ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ সেপ্টেম্বর সকাল ১০ টায় মনোনয়ন বিতরণ,২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় মনোনয়নপত্র দাখিল,২৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় মনোনয়নপত্র বাছাই, ২৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায় বৈধ মনোনয়নপত্র তালিকা প্রকাশ, ২৪ সেপ্টেম্বর বিকাল ৩ টায় আপত্তি দাখিল, ২৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় আপত্তি শুনানি,২৫ সেপ্টেম্বর বিকাল ৫ টায় বৈধ মনোনয়নপত্র চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৬ সেপ্টেম্বর ১০ টায় প্রার্থিতা প্রত্যাহার, ২৭ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ নির্বাচন ও ফলাফল প্রকাশ। এ সময় উপস্থিত ছিলেন কেপিসির সকল সদস্যবৃন্দ।