কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
সারা পশ্চিম বাংলার কৃত্তি ছাত্র ও ছাত্রীদের জন্য যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবার কথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তা আজ থেকে ডায়মন্ডহারবার মহাকুমা শাসক নেতৃত্বে সেই কাজ শুরু করে দিয়েছে মহাকুমা শাসক। আজ মহাকুমা শাসক অফিসে শতাধিক ছাত্র ও ছাত্রীদের মধ্যে পশ্চিম বাংলা সরকারের দেওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে ডায়মন্ডহারবার মহাকুমা শাসক সহ তার অধীনে সব অফিসাররা উপস্তিত ছিলেন। এর ফলে গ্রাম বাংলার ছাত্র ও ছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রবনতা বৃদ্ধি পাবে। তাই নয় তাদের এই আর্থিক সহায়তা আগামী দিনে পড়াশোনার জন্য একধাপ এগিয়ে যাবে। ছাত্র ও ছাত্রীদের মধ্যে পড়াশোনার উৎসাহ বৃদ্ধি পাবে। এর ফলে সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলার পড়ুয়া ছাত্র ও ছাত্রীদের মধ্যে লেখাপড়ার আগ্রহ প্রকাশ পাবে। তাদেরকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেন। আজ তার ডায়মন্ডহারবার মহাকুমা শাসক হিসেবে সেই কাজের বাস্তবায়নে রূপ দেন।