ডন ডেস্ক:-
চৌড়হাস হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ। মঙ্গলবার সকাল ১১টায় চৌড়হাস হাইওয়ে থানার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর হাইওয়ে রিওজনের পুলিশ সুপার হামিদুল আলম, সুধিজন,সাংবাদিক ও বিট পুলিশিং এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের সহযোগীতায় মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ,সড়কে চুরি-ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে পেরেছে হাইওয়ে পুলিশ। আপনাদের সার্বিক সহযোগীতা পেলে হইওয়ে পুলিশ বাংলাদেশকে একটি নিরাপদ সড়ক উপহার দিতে সক্ষম হবে।