ডন ডেস্ক:-
শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে সকাল ১০ টায় এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে এবং বিকাল ৩ টায় কনস্টেবল /নায়েক হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা রেঞ্জ, চট্রগ্রাম রেঞ্জ, রাজশাহী রেঞ্জ, খুলনা রেঞ্জ, বরিশাল রেঞ্জ, সিলেট রেঞ্জ, রংপুর রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, ডিএমপি, সিএমপি, এপিবিএন প্রভৃতি ইউনিট সমূহের ২২টি ভেন্যুতে একযোগে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগনের ২০২১ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা সু-শৃংখলভাবে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জে কুষ্টিয়া, যশোর ও খুলনা এই তিনটি ভেন্যুতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কেন্দ্রে বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া কেন্দ্রে এএসআই(নিঃ) হতে এসআই(নিঃ) পদে সকাল ১০টায় এবং কনস্টেবল/নায়েক হতে এএসআই(নিঃ) পদে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে কুষ্টিয়া জেলা হতে ১০৩ জন, চুয়াডাঙ্গা জেলা হতে ৭৭ জন, মেহেরপুর জেলা হতে ৩৮ জন ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া হতে ০১ জন সহ সর্বমোট-২১৯ জন পরীক্ষার্থী এবং কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) পদে কুষ্টিয়া জেলা হতে ১৪৫ জন, চুয়াডাঙ্গা জেলা হতে ১০৪ জন, মেহেরপুর জেলা হতে ৪৮ জন এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া হতে ০৪ জনসহ সর্বমোট – ৩০১ জন পরীক্ষার্থী শতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া কেন্দ্রে মোঃ নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) খুলনা রেঞ্জের সভাপতিত্বে মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া, মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলা, মোঃ রাফিউল আলম, পুলিশ সুপার, মেহেরপুর জেলা, মোঃ রিয়াজুল কবির, পুলিশ সুপার (মিডিয়া ও ক্রাইম অ্যানলাইসিস), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা, মোঃ জালাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা পরীক্ষা গ্রহনের সাব কমিটির সদস্য হিসাবে পরীক্ষা গ্রহন করেন। এ ছাড়াও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), কুষ্টিয়া, মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, মেহেরপুর জেলা পরীক্ষা কেন্দ্রে ফ্লোর ইনচার্জ হিসাবে এবং কুষ্টিয়া জেলা হতে ১৭ জন, চুয়াডাঙ্গা জেলা হতে ০৯ জন, মেহেরপুর জেলা হতে ০৮ জন সহ সর্বমোট-৩৪ জন পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) ইনভিজিলেটর (পরিরক্ষক) হিসাবে দায়িত্ব পালন করেন। বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষে সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) খুলনা রেঞ্জ ৭ অক্টোবর কুষ্টিয়ায় এসে বিকাল ৩টায় উল্লেক্ষিত পরীক্ষা গ্রহণ কমিটির সাথে মিটিং করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অত্যন্ত আধুনিক পদ্ধতিতে স্বছতার সাথে বাংলাদেশ পুলিশের এই অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগনের ২০২১ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কারণে শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই পদোন্নতি পেয়ে পুলিশ ডিপার্টমেন্টের সুনাম অর্জনসহ দেশকে সেবা করার সুযোগ পাবে।