কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:-
দীর্ঘদিন ধরে মগরাহাট পশ্চিমের বর্তমান বিধায়ক ও সাবেক পশ্চিম বাংলার মাদ্রাসা দপ্তরের মন্ত্রী এবং তৃনমূল দলের অন্যতম নেতা জনাব গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও সজোন পোষণের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও কর্মীরা। কিন্তু তাদের কোথায় কোন গুরুত্ব দেননি জেলা ও প্রদেশ তৃনমূল দলের নেতৃত্ব। যার ফলে আরো বেশি করে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতৃত্ব। কিছু দিন আগে দলের সমর্থন থাকা সত্ত্বেও মগরাহাট পশ্চিমের কালিকাপোতা অঞ্চলে দলের প্রধান কে সরিয়ে দিয়ে নিরদ্ল সদস্য নিয়ে অঞ্চলের প্রধান গঠন করে। এবং এখানে কয়েক লক্ষ টাকার খেলা হয়েছে বলে জানান স্হানীয় তৃনমূল দলের নেতা ও কর্মীরা। তদ্রূপ মগরাহাট পশ্চিমের ইয়ারপুর অঞ্চলে দলের সদস্য থাকতে সেখানে বিজেপি সদস্য নিয়ে প্রধান গঠন করেন টাকা পয়সার বিনিময়ে এমন জানিয়েছেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও কর্মীরা। এবার পঞ্চায়েতের জন উন্নয়ন মুলক কাজের বরাদ্দ থাকে টাকার খাবলি মারতে গিয়ে বিপদে পড়েছেন । পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সোলার সিস্টেম লাইট এর খাম্বা বসতে গিয়ে প্রতি খাম্বা পিছু প্রায় দশ হাজার টাকা চাইতে বেকে বসেন মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের প্রধান জনাব কুতুবউদ্দিন লস্কর ও তার অধীনে থাকা প্রায় সব পঞ্চায়েত সদস্যরা। এই নিয়ে চাপান উত্তর চলছে মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মধ্যে। দীর্ঘদিন ধরে একের পর এক দুর্নীতি ও ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতৃত্ব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও তার উন্নয়ন এর টাকা কোন ভাবে মগরাহাট পশ্চিমের বিধায়ক কে না দেবার শপথ গ্রহণ করেছে। কিছু দিন আগে মগরাহাট পশ্চিমের ব্লক থেকে বিভিন্ন অঞ্চলের তৃনমূল দলের সভাপতি ও বুথ সভাপতি করার জন্য মোটা টাকার লেনদেন হয়েছে বলে জানিয়েছেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও কর্মীরা। তাই সেক্ষেত্রে বহু পুরোনো দলের নেতা ও কর্মীদের বাদ দিয়ে আই এস এফ ও ভারতের জাতীয় কংগ্রেসের এবং বিজেপি ও সিপিআই এম থেকে আগত কর্মীদের দলের অঞ্চল সভাপতি ও বুথ সভাপতি ও ব্লক কমিটির বিভিন্ন পদে বসিয়েছিলেন। তা নিয়ে ক্ষোভের আগুন ধীক ধীক করে জ্বলছে। তার উপর উত্তর কুসুম অঞ্চল এর সদস্যদের ক্ষোভ আগুনে ঘি পড়ার মতো কাজ করছে।