ডন ডেস্ক:-
আজ চিলমারি চরে (অফগ্রীড এলাকা) আলোর মেলার শেষ দিনে মেলার অগ্রগতি পরিদর্শনে আসেন
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সুযোগ্য জেনারেল ম্যানেজার জনাব, এস এম নাসির উদ্দীন। সাথে ছিলেন ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম জনাব, দেবাশীষ ভট্টাচার্য, দৌলতপুর জোনাল অফিসের ডিজিএম জনাব, মির্জা কে, ই, তুহিন, এজিএম প্রশাসন জনাব আব্দুল হক। জিএম মহোদয় মেলার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং চিলমারি বাজারে বিদ্যুৎ প্রত্যাশি গ্রহকদের সাথে মোটিভেশান মিটিং করেন। সবাইকে দ্রুত ওয়্যারিং সম্পন্ন করে জামানত জমা প্রদান করে মিটার নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
৪ দিনে মেলায় মোট ৪৭০ টি মিটার লাগানো হয়।