ডন ডেস্ক:-
কুষ্টিয়া অফিসঃ বুধবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ৷ পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ৷
পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিনের সার্বিক পরিচালনায় বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ৷ প্রধান অতিথির বক্তব্যকালে আতাউর রহমান আতা বলেন, শেখ হাসিনা সরকার শান্তি-শৃঙ্খলা আর উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার মানুষের ভাগ্য উন্নয়নের সরকার ৷ তিনি আরও বলেন, দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি দিনরাত পরিশ্রম করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সকল উন্নয়নের চিত্র তুলে ধরে আপনারা আপনাদের ইউনিয়নের নেতৃবৃন্দরা মিলেমিশে দ্বন্দ বিভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে কাজ করুন ৷ ইনশাল্লাহ ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিনুর রহমান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জিহাদুল ইসলাম জিহাদ, জেলা মহিলা আ.লীগের সভাপতি জেবুন নেসা সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ ৷ এসময় পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিন উদ্দিন মন্ডল, জাহাঙ্গীর খান ঠান্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিটন খান সহ প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷