ডন ডেস্ক:-
কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল ইসলাম মাষ্টারের নৌকা প্রতীকের পক্ষে বুধবার দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
মনোহরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছরোয়ার আলম টুকু’র সভাপতিত্বে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী৷
মনোহরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিনের পরিচালনায় পথসভা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সদর উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টার৷
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, জেলা আ.লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মস্তফা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজ, সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি একরামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খোকন, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও শহর আ.লীগের সদস্য ব্যারিষ্টার গৌরব চাকী, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাকির হোসেন, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ্দৌলা তরুন, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমূখ৷অনুষ্ঠানে বক্তারা বলেন- আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আপনাদের ইউনিয়নের নেতৃবৃন্দরা মিলেমিশে দ্বন্দ বিভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে কাজ করুন৷ ইনশাল্লাহ ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে৷
এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷