ডন ডেস্ক:-
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হলুদবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রবিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় হলুদবাড়িয়া এলাকা থেকে ইয়াবাসহ তাহাকে আটক করা হয়। আটককৃত হলেন, পিয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হলুদবাড়িয়া এলাকার গোলাম গাউসের ছেলে শাহীন মিয়া (৩৯)।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিদর্শক সানোয়ার হোসেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হলুদ বাড়িয়া এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের একটি টিম উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতের বসতবাড়ি তল্লাশি করে ৪৫০পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৩৫০০০/ টাকা।
তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।