ডন ডেস্ক:-
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের ২০২২-২৫ ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আখতার-নুরুল-সেলিম পরিষদের মো
আক্তারুজ্জামান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের মধ্যে সভাপতি,কার্যকরী সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপুর্ণ সাতটি পদে জয়ী হয়েছে আখতার-নুরু-সেলিম পরিষদ। আসগর-আতাহার-বাবলু পরিষদ তিনটি সম্পাদকীয় ও ছয়টি নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছে। শনিবার (২১ মে) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নির্বাচনে ১১০ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আখতার-নুরু সেলিম পরিষদের আখতারুজ্জামান। পরাজিত প্রার্থী বর্তমান সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী পেয়েছেন ৯৩ ভোট। কার্যকরী সভাপতি পদে বিজয়ী হয়েছেন আখতার-নুরু-সেলিম পরিষদের হাজী নুরুল ইসলাম। তিনি পেয়েছেন ১৩৯ ভোট। পরাজিত প্রার্থী বর্তমান কার্যকরী সভাপতি আসগর-আতাহার-বাবলু পরিষদের আতাহার আলী পেয়েছেন ৬৩ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আখতার-নুরু-সেলিম পরিষদের আমজাদ আলী। তিনি পেয়েছেন ১০৬ ভোট। পরাজিত প্রার্থী বর্তমান সহ-সভাপতি আসগর-আতাহার-বাবলু পরিষদের আকিল আহমেদ পেয়েছেন ৯৯ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আখতার-নুরু-সেলিম পরিষদের সালাউদ্দিন সন্টু। তিনি পেয়েছেন ১০৪ ভোট। পরাজিত প্রার্থী বর্তমান সহ-সভাপতি আসগর-আতাহার-বাবলু পরিষদের মাসুদুজ্জামান পেয়েছেন ১০১ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আখতার-নুরু-সেলিম পরিষদের হাসান আবুল ফজল সেলিম। তিনি পেয়েছেন ১১২ ভোট। পরাজিত প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক আসগর-আতাহার-বাবলু পরিষদের এস,এম রেজাউল ইসলাম বাবলু পেয়েছেন ৯৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বর্তমান যুগ্ম সম্পাদক আজগর-আতাহার-বাবলু প্যানেলের এমদাদুল হক নান্টু। তিনি পেয়েছেন ১১১ ভোট। পরাজিত প্রার্থী আখতার-নুরু-সেলিম পরিষদের মিজানুর রহমান পেয়েছেন ৯২ ভোট। সহকারী সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আখতার-নুরু-সেলিম পরিষদের আব্দুল হান্নান। তিনি পেয়েছেন ১০২ ভোট। পরাজিত প্রার্থী আসগর-আতাহার-বাবলু পরিষদের আমজাদ আলী পেয়েছেন ৮৫ ভোট। পরাজিত অপর স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম হাজু পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক আসগর-আতাহার-বাবলু পরিরষদের সাহেদুল ইসলাম ১০৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত প্রার্থী আখতার-নুরু-সেলিম পরিষদের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ পেয়েছেন ৯৮ ভোট।
অর্থ সম্পাদক পদে বর্তমান কোষাধক্ষ্য আসগর-আতাহার-বাবলু পরিষদের এস, এম রেজাউল করিম ১০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পরাজিত প্রার্থী আখতার-নুরু-সেলিম পরিষদের কোরবান আলী পেয়েছেন ৯৫ ভোট। সদস্য চারটি পদের তিনটিতে জয়ী হয়েছেন আসগর-আতাহার-বাবলু পরিষদ আর একটিতে জিতেছে আখতার-নুরু-সেলিম পরিষদ। নির্বাচিতরা হলেন হাফিজুর রহমান,আইয়ুব আলী, কামরুজ্জামান মিন্টু ও আতিয়ার রহমান।
জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের ২০৭ সদস্যের মধ্যে ২০৫ জন ভোট প্রদান করে কার্যকরী পরিষদের ১৩ কর্মকর্তা নির্বাচিত করেছেন।