দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়নের বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজসেবক ,দানবীর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ অনুসারী মরহুম মোসলেম উদ্দিনের নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, দানবীর মোসলেম উদ্দিন ১১ এপ্রিল দিবাগত ভোর ৩টা ৪৫ মিনিটে ঢাকাস্থ ধানমন্ডির নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহে রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে ৪ ভাই, ১ বোন, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ সকাল ৮টায় ঢাকাস্থ ধানমন্ডির নিজ বাস ভবনে প্রথম জানাজা ও আজ বিকেল ৫ টা ৪৫ মিনিটে চামনাই ঈদগাহ্ গোরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে কবরস্থানে দাফন করা হবে। নামাজে জানাযায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।