ডন ডেস্ক:-
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ১১ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৬.৩০ ঘটিকার সময় পাবনা জেলার সদর থানার পৌরসভাধীন কালাচাঁদ পাড়াস্থ শফিক স্পেশালাইজড হসপিটাল এর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-৪৯৭ পিচ, যাহার আনুমানিক মুল্য অনুমান ২,৪৮,৫০০/-(দুইলক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন-০৩টি, সীমকার্ড-০৬টি সহ ০৩ জন আসামী আসামী ১। মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-মৃত- মোহাম্মদ আলী শেখ, সাং-আহম্মদপুর, থানা- আমিনপুর, ২। মোঃ আয়ুব শেখ (২৭), পিতা- ইয়াকুব শেখ, ৩। মোঃ তৌহিদ শেখ (২৬), পিতা-মোঃ ইউসুফ শেখ উভয় সাং-রাঘবপুর, থানা-সদর,সর্ব জেলা-পাবনা গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের পাবনা জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।