ডন নিউজ:-
করোনায় আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার কৃতিসন্তান প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন। গত (৮ এপ্রিল) থেকে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরমধ্যে ফুসফুসের ৫০ শতাংশে সংক্রমণ ছড়িয়েছে তার। সোমবার (১২ এপ্রিল) দুপুরে তকে জরুরি ভিত্তিতে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ- হাস- পাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীন এর ছেলের ইমাম জাফর নোমানী।
তিনি জানান,সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আম্মার (ফরিদা পারভীন) ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে৷ ডাক্তারের বিশেষ পরামর্শে খুব দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন৷এটা ছাড়া অন্য কোনও জটিলতা নেই।আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলের দোয়া কামনা করছি আম্মার জন্য।
লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন ফরিদা পারভীন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে। তাঁর সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন পরিবার।